হাটহাজারীতে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরিবারের দাবি হত্যাকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৪:৩৫ অপরাহ্ণ

হাটহাজারীতে মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ সোমবার (৩ মে) সকাল ৭টার দিকে উপজেলার ধলই ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকার রেল লাইনের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিদ্দিক হাজির পুত্র।
নিহতের ছোট ভাই পারভেজ ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী জসিম গতকাল রবিবার বিকেলে দোকানের মালামাল ক্রয় করার জন্য চট্টগ্রাম শহরে যান। রাত ৮টায় চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকা থেকে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় বলে জানান পারভেজ।
এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পেলে পারভেজ তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজ না পেয়ে এক পর্যায়ে হাটহাজারী থেকে আজ সোমবার ভোর ৬টায় সিএনজিচালিত অটোরিকশায় পারভেজ বাড়ির উদ্দেশে রওনা হলে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মনিয়া পুকুর পাড়ের উত্তর পাশে খন্ডলের ঘাটা এবং শাহজাহান শাহ রাস্তার মাথার মাঝামাঝি স্থানে রেললাইন এলাকায় লোকজনের ভিড় দেখতে পেয়ে সন্দেহ হলে গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে তার ভাই জসিমের গামছা মোড়ানো মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবার ও মডেল থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত জসিমের দু’টি সন্তান রয়েছে। পরিবারের দাবি নিহত জসিমকে প্রতিহিংসার শিকার হয়েই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মডেল থানা পুলিশের এসআই মো. জসিম জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও সূত্রে জানা যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল আলম লাশ উদ্ধারের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
লাশটি রেললাইনের উপর পাওয়া যাওয়া। তাই রেলওয়ে থানাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে আসল ঘটনা কী তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাবার ড্যাম প্রকল্প নিয়ে বান্দরবানে সংঘর্ষে আহত ৯
পরবর্তী নিবন্ধমামুনুল কাণ্ডে রাঙ্গুনিয়ায় আ. লীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি মইন্যা গ্রেফতার