হাটহাজারীতে কলেজ শিক্ষার্থী হত্যা মামলার তিন আসামি আটক

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৮:১৮ অপরাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে কলেজ শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন হত্যা মামলার তিন সন্দেহজনক আসামিকে আটক করেছে থানা পুলিশ।

গতকাল রবিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো আজিজুল আমিন প্রকাশ সফররাজ(২৬) পিতা: আমিনুল হক, ইমতিয়াজ হোসেন (২৫) পিতা: আবুল কাসেম সেলিম, আব্দুল শুক্কুর(৩২) পিতা: ফকির আহম্মদ। আটককৃত তিনজনই মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

আজ সোমবার আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোমেন শাহ বাড়ির মরহুম মহিউদ্দিন মিস্ত্রির পুত্র কলেজ ছাত্র আবদুল্লাহ আল মামুনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে খুন করে। এই খুনের ঘটনায় তার মা রাজু বেগম বাদী হয়ে একই দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তিন জনকে আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক শেখ জাবেদ মিয়া হত্যা মামলার সন্দেহভাজন তিন আসামিকে আটকের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “আটককৃতদের আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৫ অস্ত্র উদ্ধার, আটক ২
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পাহাড় কাটায় ২০ হাজার টাকা জরিমানা