হাটহাজারীতে করোনা টিকা দেয়া হচ্ছে ৬৩ হাজার শিক্ষার্থীকে

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৩:৪৮ অপরাহ্ণ

হাটহাজারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে করোনাভাইরাস প্রতিরোধে ৬২ হাজার ২শ’ ২৩ জন শিক্ষার্থীর মধ্যে করোনা টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।

১২ থেকে ১৮ বছর শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

গত রবিবার উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন।

পৌরসভার কাচারি সড়কের নবনির্মিত ট্রমা সেন্টারে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগে ১২ বছর থেকে ১৮ বছর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ফাইজার টিকা দেওয়া হচ্ছে।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ হাজার ২শ’ ২৩ জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে ফাইজার টিকা প্রদান করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসিআইইউতে সিন্ডিকেট বৈঠক