হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. তাসবির হুসাইন ইফতির (১৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল চারটার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসবির হুসাইন ইফতি উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ বেচা গাজীর বাড়ির ইকবাল হোসেনের পুত্র।
সূত্রে জানা যায়, ঘটনারদিন বিকালের দিকে ইফতি তাদের পারিবারিক ব্যবসা ওয়াই-ফাই এর কাজ করার সময় মদুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের নিকট আত্নীয় শিক্ষক জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদককে জানান, মঙ্গলবার রাত ১০ টায় বেচা গাজীর বাড়ী সংলগ্ন আকবরিয়া পাড়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।












