হাটহাজারীতে এসএসসি ২০২২ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠান ও উত্তর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সম্মাননা প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ এরশাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিলি ও মাহফুজ আনামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ চৌধুরী, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন মাস্টার, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হাফিজ, ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলী আকবর চাম্বু, দেলাওয়ার হোসেন মিন্টু, সেলিম চৌধুরী, নাসির উদ্দীন উদালিয়া, আবু সাঈদ চৌধুরী, গিয়াস উদ্দীন মাহমুদ, শাকের উল্ল্যাহ চৌধুরী, অধ্যাপক হোসেন, কামরুল হাসান শেয়ান, নাসির উদ্দীন মন্টু, শওকতুল আনাম, আলী আব্বাস, রুমেল, মনসুরসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












