হাটহাজারীর বিভিন্ন স্থানে গত এক মাসে টপসয়েল কাটা ও অবৈধ উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টে ১১টি অভিযান পরিচালনা করে ১২ টি মামলায় ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বুধবার রাতেও একটি অভিযান চালানো হয়েছে। বিগত এক মাসে অন্তত ১১টি অভিযানে ১২টি মামলায় প্রায় ১৪ লাখ টাকা জরিমানা ও বিভিন্ন মেয়াদে ৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো, ৭ জানুয়ারি টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযানে একটি স্কেবেটর বিকল করা হয়। ৩ জানুয়ারি অভিযানে অপরাধীরা টের পেয়ে পালিয়ে যায়। ৩০ ডিসেম্বর দুটি মামলায় ২ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা। ২৪ ডিসেম্বর ৬টি মামলায় ৬ লাখ টাকা জরিমানা ও ৬ জনের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড। ১৭ ডিসেম্বর ১ মামলায় দুই লাখ টাকা জরিমানা। ৩ ডিসেম্বর অবৈধভাবে বালু তোলায় জড়িত অপরাধীরা পালিয়ে যায়। ২৪ জানুয়ারি ১টি মামলায় একজনকে ১ লাখ টাকা জরিমানা।
২০ নভেম্বর অবৈধ বালু উত্তোলনের ১ মামলায় দুইজনকে জরিমানা ২ লাখ টাকা ও ১৫ দিনের কারাদণ্ড। ৮ নভেম্বর এক অভিযানে ১ মামলায় ২ লাখ টাকা জরিমানা। ২১ জানুয়ারি অভিযানে একজন অপরাধী পালিয়ে যায়। গত বছরের ১৭ অক্টোবরের অভিযানেও অপরাধে জড়িত ব্যক্তিকে প্রশাসন ধরতে পারেনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.আবদুল্লাহ আল মুমিন জানান, গভীর রাতে অভিযান চালানোর সময় অনেক সময় অপরাধীরা পালিয়ে যায়। এ ক্ষেত্রে ভুক্তভোগীরা চাইলে থানায় নিয়মিত মামলা দায়ের করতে পারবেন।












