হাটহাজারীতে এক মণ ভেজাল ঘি ও টপসয়েল কাটার দায়ে ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট এলাকার কাসেম স্টোর নামক একটি দোকান থেকে আড়ং, বাঘা বাড়ির ঘিসহ বিভিন্ন ব্রান্ডের এক মণ ভেজাল ঘি জব্দ করা হয়। পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এসব ভেজাল ঘি এনে মজুদ করা হয়েছে। তাছাড়া সন্ধ্যায় ছিপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল কাটার দায়ে একটি ট্রাক ও মাটি কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে মাটি কাটার লোকজন পালিয়ে যায়।