হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।
তিনি বলেন, মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় অননুমোদিত স্থানে গাড়ি রাখার মাধ্যমে যানজট সৃষ্টি করার অপরাধে মাসুক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, জনদুর্ভোগ কমাতে এবং সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত থাকবে।












