হাটহাজারীতে এক ব্যক্তিকে জরিমানা

অননুমোদিত স্থানে গাড়ি, যানজট

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

তিনি বলেন, মোবাইল কোর্টে সড়ক পরিবহন আইন ২০১৮এর সংশ্লিষ্ট ধারায় অননুমোদিত স্থানে গাড়ি রাখার মাধ্যমে যানজট সৃষ্টি করার অপরাধে মাসুক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) আরো বলেন, জনদুর্ভোগ কমাতে এবং সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের মেম্বারশিপ তথ্য পরিবর্তন ও সংশোধন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে যুক্তরাষ্ট্র প্রবাসী মোহিউদ্দিন