হাটহাজারীতে একশ গজের মধ্যে চার অবৈধ স’মিল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে একশ গজের মধ্যে চারটি স’মিল (করাত কল) গড়ে উঠেছে। উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর উত্তর পার্শ্বে বন আইন লঙ্ঘন করে এইসব স’মিল তৈরি হয়েছে। বন বিভাগ বলছে অবৈধ স’মিলে অভিযান করা হবে। তবে কবে এই অভিযান হবে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু বলা হয়নি।

জানা যায়, ফটিকছড়ির সুয়াবিল এলাকার এক বন কর্মকর্তা হাটহাজারী বন বিভাগে যোগদানের পর উপজেলার আওতাধীন বিভিন্ন স্থানে ৮ টি অবৈধ স’মিল গড়ে উঠেছে। এ ব্যাপারে হাটহাজারী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বন আইন লঙ্ঘন করে অবৈধভাবে স’মিল গড়ে উঠার সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, অবৈধ এসব স’মিলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। তবে কবে অভিযান পরিচালনা করা হবে এমন প্রশ্নের তিনি কোনো উত্তর দিতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধশামীমা হারুন লুবনার মানবিক ডেস্ক থেকে তৈরি খাবার হস্তান্তর
পরবর্তী নিবন্ধবিজেপির সেই যুবনেতা গ্রেপ্তার