হাটহাজারীতে উল্টো পথে ট্রাক, অর্থদন্ড

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উল্টোপথে গাড়ি চালিয়ে সড়কে যানজট সৃষ্টির দায়ে মো: আলী হাসান (২৭) নামের এক ট্রাক চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে পৌরসভার কলেজ গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ অভিযানে নেতৃত্ব দেন। সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় চালক মো: আলী হাসান উল্টো পথে সড়কে ট্রাক ঢুকিয়ে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরী করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় রাউজান উপজেলার গহিরা এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র (ট্রাক ড্রাইভার) মো: আলী হাসানকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি: সলিল চৌধুরী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ‘পিঠা উৎসব’