হাটহাজারীতে যানজট নিরসনে কাচারী সড়কে প্রশাসন একমুখী গাড়ি চলাচলের নির্দেশনা দিয়েছেন। জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে সড়কের দুই পাশে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
তবে গত সোমবার দিবাগত রাতে প্রশাসনের নির্দেশনা অমান্য করে উল্টো পথে গাড়ি চলানোর খবর পাওয়া গেলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করে। সরকারি নির্দেশ অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০–এর সংশ্লিষ্ট ধারায় একজন আইন অমান্যকারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান গণমাধ্যমকে নিশ্চিত করেন, জনদুর্ভোগ লাঘবে জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা সবাইকে যানজট নিরসনে প্রশাসনের সহযোগিতা করার অনুরোধ জানান।












