হাটহাজারীতে উদ্ধার অবিস্ফোরিত কামানের গোলাটি নিষ্ক্রিয় করা হয়েছে

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ১:৫৭ অপরাহ্ণ

হাটহাজারীর কৃষি জমি থেকে উদ্ধারকৃত কামানের গোলাটি সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল নিস্ক্রিয় করেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উক্ত স্থান থেকে এই গোলাটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা পৌরসভার ৭নং ওয়ার্ডের পশ্চিম আলমপুর এলাকা থেকে গোলাটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
থানার উপ-পরিদর্শক প্রদীপ দে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবিস্ফোরিত কামানের গোলাটি কৃষি জমি থেকে উদ্ধার করেন।
গোলাটি উদ্ধারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
পুলিশের ধারণা, হাটহাজারী ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণরত সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত গোলাবর্ষণের সময় কামানের অবিস্ফোরিত গোলাটি যেকোনো সময় এই কৃষি জমিতে এসে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, “বিষয়টা জানার সঙ্গে সঙ্গেই আমি ফায়ারিং রেঞ্জের অফিসার ইনচার্জ মেজর বুলবুলকে অবহিত করি। পাশাপাশি র‌্যাব ও পুলিশকে অবহিত করি। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধশিশুশ্রম বন্ধে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত মা, আহত ২