হাটহাজারীতে উদ্ধার অজগর বনে অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৬:৩৯ অপরাহ্ণ

হাটহাজারীর ফতেপুর জামতল নামক স্থান থেকে আজ শনিবার (১০ জুলাই) সাড়ে ১২ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা।
পরে উদ্ধারকৃত সাপটি উপজেলার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়েছে।
জানা যায়, উপজেলার ফতেপুর জামতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম কৃষি জমিতে অজগরটি দেখতে পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগকে অবহিত করেন।
খবর পেয়ে এই বিভাগের অধ্যাপক ফরিদ হাসানের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্ররা অজগরটি উদ্ধার করে চবি’র গহীন বনে অবমুক্ত করেন।
এদিকে, স্থানীয় বন বিভাগের প্রধান ফজলুল কাদের চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর চবি’র প্রাণীবিদ্যা বিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করি।”
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান জানান, ফতেপুর এলাকার জামতলের একটি কৃষি জমিতে সাড়ে ১২ ফুট দৈর্ঘ্যের ১২ কেজি ওজনের একটি অজগর উদ্ধার করে চবি’র গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদুল আজহার তারিখ জানা যাবে কাল
পরবর্তী নিবন্ধহাটহাজারীর মদুনাঘাটে ৪ চাঁদাবাজ আটক