হাটহাজারী ২শ ১৬ পিস ইয়াবা ও মদক বিক্রির ৪ হাজার ৫০ টাকাসহ মো. জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার ভোর রাতে হাটহাজারী মহাসড়কের পূর্ব পাশে সমিত মার্কেটের নিচ তলার একটি সেলুন থেকে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনাকারী থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীরকে আটক করা হয়।