হাটহাজারীতে ১৫শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব-৭ সিপিসি২ হাটহাজারী ক্যাম্প।
আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌরসদরস্হ ৭নং ওয়ার্ড মিরেরহাটের পশ্চিমে আলমপুর খিলপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ৪নং ওয়ার্ডের মো. কালু মিয়ার পুত্র মো. হামিদ হাসান(২১) একই এলাকার মো. কলিমুল্লার পুত্র মো. ইলিয়াছ( ২০)।
র্যাব-৭ সিপিসি২হাটহাজারী ক্যাম্পএর সুত্রে জানা যায়, টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরস্হ আলমপুর খিলপাড়া এলাকায় সাব্বির কোঃ এর ঘরে অবস্থানরত দুই ব্যাক্তি র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানো সময় ২ যুবককে আটক করা হয়।
এসময় স্থানীয় জনগণের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞেসবাদে আটক হামিদ হাসান ও ইলিয়াস স্বীকার করে বিক্রয়ের জন্য তাদের হেফাজত রাখা ১৫শ’ পিস ইয়াবা রয়েছে।
পরে দু’জনকে তাদের হেফাজতে থাকা ইয়াবাসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে।
এ বিষয়ে র্যাব-৭ সিপিসি২হাটহাজারী ক্যাম্প ইনচার্জ-এর সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।












