হাটহাজারীতে ১৫০ পিস ইয়াবাসহ গুলজার হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমানের নেতৃত্বে আমান বাজার মদিনা মার্কেটের উত্তর পার্শ্বে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক গুলজার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আকবর সেরাং বাড়ির মৃত সিরাজুল ইসলামের পুত্র।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শফিয়ার রহমান জানান, গুলতাজ হোসেন দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।