হাটহাজারীতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে খোকন (৪০) নামের এক মাদক (ইয়াবা) ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস। গতকাল শনিবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস মাদকসহ এই ইয়াবা কারবারি আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার সকাল দশটার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের এসআই মো. মনজুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী খোকনের বসতঘর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাসহ আটক খোকন উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়াডস্থ আবদুল মজিদ মাস্টার বাড়ির মৃত সোলাইমানের পুত্র। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে যার নাম্বার২৩৪। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে শনিবার রাত ১০ টার দিকে দৈনিক আজাদীকে জানান, আটককৃতকে শনিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহ-৩ : স্থগিত কেন্দ্রের ভোটে নৌকার পপি জয়ী
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কাল শুরু হচ্ছে চারদিনের পৌষ মেলা