হাটহাজারীতে ইটভাটায় অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ইটভাটায় অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গত রোবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমিন জানান, মাটি কাটার অনুমতি ও লাইসেন্স না থাকায় ইটভাটা প্রস্তুত ও স্থাপন আইন ২০১৩ এর ১৫ ধারায় ডায়মন্ড অটো ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা, জেনারেল ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও এমবি ব্রিক ফিল্ডকে ৫০ হাজার করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌস এবং হাটহাজারী মডেল থানার পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধভাতা বেড়ে ৩৫ হাজার, কাজে ফিরছেন ট্রেইনি চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধমাতামুহুরী নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ