হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ মে, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম শওকতকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউপির ৬নং ওয়ার্ডের হিম্মত মুহুরি বাড়ির মৃত মফিজুর রহমানের পুত্র এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় শওকত আলমকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে কতটি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং বুধবার (আজ) তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গত ৮মে ভোর রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভুকে হত্যাসহ দুটি মামলায় গ্রেপ্তার করেছিলো পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবাকবিশিস বাঁশখালী উপজেলা সম্মেলন
পরবর্তী নিবন্ধসৈকতে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগ, আটক ৫