সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৫ হাটহাজারী–বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে লাঙ্গলের সমর্থনে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নির্বাচনী প্রচারণাকালে ভোটারদের ভোট দিতে নিষেধ ও ভয় দেখানোর অপরাধে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত সোমবার হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান গত ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় এই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মহতের বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদেরকে বলেন, ৫ জানুয়ারি তারিখের পরে উপর হতে নির্দেশ আসবে আনিস সাহেব পাশ করবে। ভোট দিলেও আনিস এম.পি, না দিলেও এম,পি আনিস সাহেব এবং ভোটারকে বাসায় নিয়ে বলেন, তোমরা আজতো কেটলির পক্ষে মিটিং করেছো; কাল লাঙ্গলের পক্ষে মিটিংয়ে আসতে হবে। এভাবে বক্তব্যের মাধ্যমে ভোটারদের ভয়–ভীতি দেখান। এ নিয়ে কেটলি মার্কায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরীর পক্ষে তার নিযুক্ত প্রতিনিধি এডভোকেট নোমান চৌধুরী ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ)/৭৭(১) (ক) (৩) (খ) এর অপরাধে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।
এ নিয়ে গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, রাজনীতি করতে গেলে ষড়যন্ত্রের শিকার হতে হবে এটাই স্বাভাবিক। আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি জেনেছি, তবে এটা জামিনযোগ্য।
মামলার বাদী হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় একজন যুগ্ম জেলা ও দায়রা জজ, নির্বাচনী অনুসন্ধান কমিটিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মাধ্যমে গড়দুয়ারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত সোমবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।