হাটহাজারীতে ইউএনওর বিদায় সংবর্ধনা সভা

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৫ অপরাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশুকিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম), সরকারি শিশু পরিবার এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের যৌথ উদ্যোগে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের বদলি জনিত বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সেফ হোমের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। এতে আরও বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস, হাটহাজারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি প্রমুখ। পরে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাকর্মচারীগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগঠনমূলক পর্যালোচনা-সমালোচনার আসরই হলো বিতর্ক
পরবর্তী নিবন্ধউৎসবে বা দুর্যোগে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবো