হাটহাজারীতে ইউএনওর বিদায় সংবর্ধনা

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যানের দপ্তরে অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের পক্ষ থেকে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার

(ভূমি) আবু রায়হান, উপজেলা প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, চেয়ারম্যান শওকত আলম, আবুল মনসুর, আকতার হোসেন খাঁন সুমন, মুজিবুর রহমান, হারুন অর রশীদ, নূরুল আহসান লাভু, সালাউদ্দিন চৌধুরী, সরোয়ার মোরশেদ তালুকদার, মোহাম্মদ শাহেদুল আলম, জায়নুল আবেদিন, মোহাম্মদ সরওয়ার, আবদুল খালেক, মোহাম্মদ জাহেদ হোসেন, হাছান জামান বাচ্ছু প্রমুখ। বক্তারা বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে একজন জনবান্ধন প্রশাসক হিসাবে আখ্যায়িত করেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম মাঠ প্রশাসনে কাজ করতে গিয়ে জনপ্রতিনিধি ও এলাকার সর্বস্তরের জনগণ তাঁকে যে সহযোগিতা করেছেন তার জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মশালা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে নবীন বরণ ও বিদায় প্রদান অনুষ্ঠান