হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ২৫ শতক জায়গা উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। গতকাল রবিবার এ অভিযান চালিয়ে ১৮টি সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয়। উদ্ধার এসব সরকারি জায়গার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। ইউএনও মোহাম্মাদ রুহল আমিন বলেন, ইছাপুর বাজার এলাকায় অবৈধ ভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গার ওপর গড়ে উঠা ১৮টি সেমিপাকা দোকান উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর জায়গার পরিমাণ করে অবৈধ দখলদারদের দেখিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও দখলদাররা স্থাপনা সরিয়ে নেয়নি। অভিযান পরিচালনা করে অবৈধ জায়গা উদ্ধার করা হয়েছে।