হাটহাজারীতে আহলে সুন্নাতের কিয়ামুল্লাইল মাহফিল

| শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত হাটহাজারী পূর্ব উপজেলা শাখার উদ্যোগে নযুলুল কোরআন উপলক্ষে নজুমিয়াহাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টার মিলনায়তনে গত বৃহস্পতিবার তারাবীর পর কিয়ামুল্লাইল মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লামা এ জেড এম হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোহাম্মদ তানভীর কুতুবীর সঞ্চালনায় মাহফিলে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কোচেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জয়নাল আবেদীন জুবায়ের। বক্তব্য পেশ করেন অধ্যাপক আল্লামা হাফেজ আহমদ, আল্লামা মহিউদ্দীন তাহেরী, আল্লামা মনজুরুল ইসলাম, মাওলানা ওবায়দুল হক বুড়িশ্চরী, মাওলানা মুজিবুল হক, মাওলানা এয়ার মোহাম্মদ, মাওলানা সৈয়দুল করিম তাহেরী, মাওলানা ছালেহ নুর আবেদীন, লোকমান হাকিম মেম্বার, আবদুর রহিম, শেখ মোহাম্মদ কামাল, মোহাম্মদ ইউসুফ আলী, রেজাউল করিম, মোহাম্মদ ইলিয়াছ সাওদগর, এডভোকেট আবুবকর, হাফেজ মুহাম্মদ নাসির উদ্দিন, আবু বকর, জিল্লুর রহমান কুতুবী প্রমুখ।

বক্তারা বলেন, মাহে রমজান নেকী অর্জনের মাধ্যমে মুত্তাকী হওয়ার মাস। নেকী অর্জনে হায়াত বাড়ে, জীবনজীবিকায় বরকত আসে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে নেকী হাসিলের মাধ্যমে সৎ মানুষ হওয়ার চেষ্টা করার জন্য বক্তারা মুসল্লিদের প্রতি আহ্বান জানান। পরিশেষে মিলাদকিয়ামের পর দেশ জাতি তথা মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের মধ্যে সাহরীর তাবরুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশতবর্ষী গাছ রক্ষা ও বন কর্মকর্তা হত্যার বিচার দাবি
পরবর্তী নিবন্ধসৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর ওরশে ভক্তদের ঢল