হাটহাজারীতে আহলে সুন্নাতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা আহলে সুন্নাতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন গতকাল শনিবার উপজেলা সদরস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মীর মুহাম্মদ হাসানুল করিম মুনিরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী। তিনি বলেন, ঈদ সাম্য মৈত্রীর প্রতীক এবং ধনী গরীবের সেতুবন্ধন।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ সে কর্তব্যবোধ থেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলনের আয়োজন করেছে। ঈদের আনন্দ সমাজের ধনী গরীব সকলের মুখে হাসি ফোটাতে পারে সে চেষ্টা যার যার সামর্থ্য অনুসারে চালাতে হবে। সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাকুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কো-চেয়ারম্যান হাফেজ সোলায়মান আনসারী।

প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াত জমা’আত আন্তর্জাতিক সচিব সৈয়দ জালাল উদ্দীন আল আজাহারী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী। বক্তব্য রাখেন মো. হারুন, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দীন, মো. সেকান্দর হোসেন মিয়া, মো. নুরুল ইসলাম, মো. কামাল পাশা চৌধুরী, সৈয়দ আবু তালেব, মো. আব্দুল মালেক, মো. ছালামত আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ দক্ষিণ জেলা আ. লীগ কার্যকরী সংসদের সভা
পরবর্তী নিবন্ধপটিয়া ইউনিটি ফোরামের ঈদ পুনর্মিলনী ও অভিষেক