হাটহাজারীতে অভিযান চালিয়ে আসাদুল্লাহ ওরফে আসাদ নামে হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. রাকিবুল ইসলাম।
বুধবার উপজেলার ফটিকা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসাদুল্লাহ ওই উপজেলার মুন্সির বাড়ির ইউনুছ খলিফার ছেলে। হাটহাজারী পৌর হেফাজতের সাংগঠনিক সম্পাদক তিনি।
এএসপি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুল্লাহকে গ্রেফতার করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে হাটহাজারীতে সৃষ্ট সহিংসতার অন্যতম হোতা তিনি। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি এবং অন্যান্য ধারায় দু’টি মামলা রয়েছে।” পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।