হাটহাজারীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি (আরইআরপিএমপি) প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার উপজেলা, প্রকৌশলী জয়শ্রী দে,চট্টগ্রাম নির্বাহী দপ্তরের ট্রেনিং অফিসার জিন্নাত পারভীন,সহ: ট্রেনিং অফিসার মো.সাদ্দাম হোসাইন, উপজেলা প্রকৌশল দপ্তরের হিসাব রক্ষন কর্মকর্তা মো.রফিকুল আলম প্রমুখ। সভা শেষে ১লক্ষ ১৮হাজার ১শত টাকা করে ৪০ জন নারী কর্মীদের ১ কোটি ৪০লক্ষ টাকার চেক ও সনদ বিতরণ করা হয়।