হাটহাজারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এবারের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার’। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ, সমাজসেবা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম সিরাজী। সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা আকতার কাকলীর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোবিন্দ প্রসাদ মহাজন, মোহাম্মদ শাহাবুদ্দিন ও মো. ইকবাল হোসেন প্রমুখ।