হাটহাজারীতে আন্তঃস্কুল ফুটবলে কাটিরহাট ও ফরহাদাবাদ ফাইনালে

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জেলা প্রশাসক গোল্ডকাপ উপজেলা পর্যায়ের খেলায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় এবং ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠেছে। হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলায় কাটিরহাট ৪০ গোলে ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী স্কুলের রিফাত একাই দুটি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। অপর দুটি গোল করে আরিফ চৌধুরী ও সাইফুল। অপর সেমি ফাইনাল খেলায় ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় ১০ গোলে মাদার্শা বহুমুখি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী স্কুলের রোয়াতাং মংউ জয়সূচক গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাফরের সভাপতিত্বে সেরা খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান। এতে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, প্রধান শিক্ষক মো. শাহ আলম, প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীল, সহকারি প্রধান শিক্ষক মো. ইয়াকুব নবী, কামরুল হাসান শেয়ান, মো. মুসলিম উদ্দিন, মাধব চন্দ্র বসু, সিনিয়র শিক্ষক মো. ফয়েজ উল্লাহ শাহ, মো. জমির উদ্দিন চৌধুরী, মো. সেলিম চৌধুরী মানিক, মো. রাশেদ, আবুল বশর, মো. জাহিদ, আরিফুল ইসলাম, হেলাল সাহেদ।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিমের সর্বজনীন উপকারিতা
পরবর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগে ইয়ং স্টারের বড় জয়