হাটহাজারীতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার সমপ্রসারণে ব্রির উদ্যোগ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আসন্ন বোরো ২০২৫২৬ মৌসুমকে সামনে রেখে আধুনিক কৃষি প্রযুক্তি সমপ্রসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম। এলএসটিডি প্রকল্পের অর্থায়নে উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামের আলী সিকদার পাড়ায় কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র ব্যবহার করে সম ঘনত্বে ট্রেতে ধানের বীজ বপন করা হয়। উৎপাদিত চারা পরবর্তী ধাপে ব্রি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের প্রায় ১৫ বিঘা জমিতে রোপণ করা হবে। এতে ধান রোপণে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. আমিনা খাতুন। এছাড়া হাটহাজারী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ জহিরুল ইসলাম, নুরুল আবসার ও প্রযুক্তি গ্রামের বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন।

বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদ ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য। প্রযুক্তি গ্রামে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার জনপ্রিয় করে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করছে কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, হাটহাজারী।

পূর্ববর্তী নিবন্ধহাদির কবর জিয়ারতের সময় তারেককে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ