হাটহাজারীতে আদালতের নির্দেশে গুলিতে নিহত ব্যক্তির লাশ উত্তোলন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ২:০৫ অপরাহ্ণ

গণ অভ্যুত্থানের দিন ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারী মডেল থানার উত্তর পাশে কাঁচা বাজার গলির সামনে চট্টগ্রাম নাজিরহাট সড়কের উপর গুলিতে নিহত দুই সন্তানের জনক হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. জামাল মোল্লার (৪৮) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে উপজেলার কুলগাও জালালাবাদ এলাকা থেকে লাশ উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত জামাল মোল্লা কুলগাঁও টেনারী বটতল জালালাবাদ এলাকার কালু মুন্সির পুত্র। তিনি পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গত ৫ আগস্ট অটোরিকশা চালক জামাল উদ্দিন নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে চলতি বছরের ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য মঙ্গলবার নিবার্হী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন লাশ উত্তোলনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের দিন হাটহাজারী মডেল থানার সংলগ্ন উল্লেখিত স্থানে জামাল মোল্লা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড