হাটহাজারীতে আগুনে পুড়ল মাদ্রাসার শ্রেণিকক্ষ, বইপত্র

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌর এলাকার আলিপুর আল আরাবিয়া ইসলামিয়া তালিমুল কুরআন নূরানী মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেলের দিকে মাদ্রাসার তিনতলায় টিনশেড শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এতে পুড়েছে টিনের ছাদ, আসবাব পত্র ও বই-খাতা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে গত বুধবার মাদ্রাসা বন্ধ হয়ে যায়। তালাবদ্ধ অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টিনশেড হওয়ায় আগুনের লেলিহান শিখা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মাদ্রাসার ছাদের টিন, কিতাব, টুল-টেবিল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টা খানিকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই সব পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। এদিকে মাদ্রাসার প্রধান মাওলানা জমির উদ্দিন বলেন, কিছুদিন আগে টর্নেডোয় মাদ্রাসার ছাদ (টিন) উড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। ৪০/৫০ হাজার টাকা খরচ করে ঠিক করা হয়েছিল। এবার অগ্নিকাণ্ডে সব শেষ। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঈদে অসহায় পাহাড়ি মুসলিমদের পাশে খুদ্দামুল মুসলেমিন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ড. গাজী সালেহউদ্দীন আমৃত্যু কাজ করে গেছেন