হাটহাজারীতে আগুনে পুড়ল টেইলার্সের দোকান

হাটহাজারী প্রতিনিধি

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর কাটিরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি টেইলারিং দোকান পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছে। জানা যায়,গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কাটিরহাট বাজারের স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় তরুণী টেইলার্স নামক দোকানে আগুনের সূত্রপাত হয়ে দোকানের রক্ষিত থান কাপড়সহ সমস্ত মালামাল পুড়ে যায়।খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনায় আশে পাশের বেশ কয়েকটি দোকানঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হবে বলে ধারনা করা হচ্ছে। কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি স্থানীয়রা দেখার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়ায় ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় পুরো মার্কেটের সবগুলো দোকান রক্ষা পেয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধসকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
পরবর্তী নিবন্ধহাসিনা জামাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা