হাটহাজারীতে আগুনে পুড়ল এক কলোনির ১৭ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৭:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কলোনির ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে পৌরসদরের শাহজালাল পাড়াস্থ ইব্রাহিমের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা হবে বলে দাবি ভুক্তভোগীদের।

জানা যায়, গতকাল শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কলোনির বাসিন্দা ফাতেমা বেগম, শহরবানু, মো. মঞ্জু, পান্না, মো. সুমন, আকতার হোসেন, মো. নুরমিয়া, মো. নাছির উদ্দীন, আকলিমা, মো. আলী, মো. ওসমান, মো. ওয়াসিম, মো. শাহআলম ও মো. নাছিরসহ ১৪টি পরিবারের অন্তত ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত কলোনির মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

খবর পেয়ে ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধরামগড়ে সূর্যমুখী ফুলের হাসি
পরবর্তী নিবন্ধরাশিয়ায় পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু এক্সপেডিশনে বাংলাদেশি যুবক