হাটহাজারী থানা পুলিশ এক নলা বন্ধুকসহ হাসান প্রকাশ মো. হাসান (৪৫) নামে এক ব্যাক্তিকে গত শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ বুড়িশ্চর ধুপকুল এলাকার জনৈক জসিমের কলোনি থেকে গ্রেপ্তার করেছে। সে রাঙ্গুনিয়া থানার মরিয়ম নগর ইউনিয়নের আমিন কুলাল পাড়ার গুরা মিয়া সওদাগর বাড়ির মৃত মো. আবদুল হাকিমের পুত্র। বর্তমানে নগরীর কাজীরহাট লায়লা সেন্টারের পিছনে সমশুর বিল্ডিং ভাড়া বাসায় থাকে। থানার উপ–পরিদর্শক আলমগীর হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুড়িশ্চর ধুপকুল এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক জসিমের কলোনি থেকে হাসান নামে এক ব্যাক্তিকে এক নলা একটি বন্ধুকসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে গতকাল শনিবার আদালত প্রেরণ করা হয়েছে বলেও তিনি গনমাধ্যমকে জানান।