হাটহাজারীতে অস্ত্রসহ আটক ১

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৪:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর বালুছড়া এলাকা থেকে মো. সালাউদ্দিন লিটন (৩৩) প্রকাশ রিটন নামে এক যুবককে ২টি অস্ত্রসহ আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ্দ করেছে র‌্যাব৭ এর সদস্যরা। গতকাল শুক্রবার র‌্যাব৭ কর্তৃপক্ষ অস্ত্রসহ এই ব্যক্তিকে আটকের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র‌্যাব৭ এর একটি আভিযানিক দল বালুছড়া এলাকার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে। গ্রেফতারকৃত মো. সালাউদ্দিন লিটন হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খন্দকিয়াস্থ বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনের পুত্র।

র‌্যাব সূত্রে জানা যায়, কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত আসামির হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি এবং ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে জব্দকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছিলেন মর্মে জনসম্মুখে স্বীকার করেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব৭।

পূর্ববর্তী নিবন্ধ৭ জানুয়ারি ৯৫ শতাংশ মানুষ রায় দিয়েছে বিএনপির পক্ষে : খসরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে দক্ষিণ কাট্টলী বারুণী স্নান উদ্‌যাপন পরিষদের মতবিনিময়