হাটহাজারীতে অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১২:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ দখলকারীর গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) উপজেলার কাটিরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুৎফর নাহার শারমিন।

অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার গোলাম মোস্তফা নামক এক ব্যক্তির সরকার থেকে লীজ নেয়া বার শতক জায়গা (যার আনুমানিক মূল্য বারো লক্ষাধিক টাকা) একই এলাকার শামসুল আলম নামের এক ব্যক্তি অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করছিলেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গায় প্রকৃত মালিক কে দখল বুঝিয়ে দেয়া হয়। এছাড়া একইদিন দুপুরের দিকে উপজেলার কাটিরহাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় দুই মামলায় দুই ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়। অভিযান পরিচালনা করার সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং বেহাত হয়ে যাওয়া সরকারের সম্পত্তি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি শহরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান