হাটহাজারী পৌরসদরস্থ কাচারী সড়কে যানজট নিরসনে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান ও মূল সড়কের উপর গাড়ি পার্কিংসহ অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা ২য় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা প্রশাসন।
আজ বুধবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ২য় দিনের মতো উচ্ছেদ করে মালামাল জব্দ করা হয়। সেই সাথে ফুটপাত দখল করে বার বার অবৈধ দোকানপাট গড়ে তোলার কারণে সাদিয়া ব্রাদার্স, গিয়াস টেলিকম, এইসটি স্টোর, সুইট ভ্যালি, কাশেম স্টোর, রুপন নাথ, জিন্নাহ স্টোর, জেবল স্টোর, আরিফ স্টোরের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধভাবে পার্ক করার দায়ে ২টি সিএনজিচালিত অটোরিকশাকে এবং সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্ক করার দায়ে চালকদের ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে ইউএনও ও পৌর প্রশাসক মো. শাহিদুল আলম বলেন, “গত মঙ্গলবার অনেক দোকানদারকে সতর্ক করার পরও তারা কর্ণপাত না করে নির্বিঘ্নে ফুটপাতে ব্যবসা পরিচালনা করছে। তাই ২য় দিনের মতো আজ বুধবার অভিযান পরিচালনা করি।”
অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় পৌর সচিব নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, উপজেলা প্রশাসনের গোপনীয় শাখার কর্মকর্তা সুমন, মোহরের পৌর লাইন সুপারভাইজার মো. মনোয়ার হোসেন, পুলিশ বাহিনী অভিযানে সহযোগিতা করে।