হাটহাজারীতে অবৈধ করাত কলের যন্ত্রপাতি জব্দ

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৫:৫২ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে দুইটি অবৈধ করাত কলের যন্ত্রপাতি জব্দ করেছে। এ সময় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের ফরেস্টারগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার ফরহাদাবাদ এলাকার নূর আলী মিয়ারহাটের দক্ষিণ পাশে হাটহাজারী-নাজিরহাট মহাসড়ক সংলগ্ন একটি এবং ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারের পশ্চিম পাশে মোহাম্মদ হোসেন বীর প্রতীক সড়ক সংলগ্ন এলাকায় বন আইন লংঘন করে দু’টি করাত কল স্থাপন করে স্থানীয় কিছু স্বার্থান্বেষী লোক। উপজেলা প্রশাসন বিষয়টি অবহিত হয়ে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিনের নেতৃত্বে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অবৈধভাবে স্থাপিত করাত কল দু’টির যন্ত্রাংশ জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৭ জুলাই এ সংক্রান্ত একটি সংবাদ আজাদীতে প্রকাশিত হলে বন বিভাগ নূর আলী মিয়ারহাটের দক্ষিণ পাশে অবৈধভাবে স্থাপিত করাত কলটি বন্ধ করে দিয়েছিল।
বন বিভাগ সেদিন করাত কলটি বন্ধ করে দিলেও এক দিন না যেতেই বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে পুনরায় করাত কলটি চালু করে।
আজ ইউএনও-এর নেতৃত্ব অভিযান পরিচালনা করে অবৈধ দু’টি করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়।
ইউএনও মোহাম্মদ রহুল আমিন অভিযানে অবৈধ করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করে করাত কল স্থাপনকারীদের আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় এক দিনে আরও ৮৮ মৃত্যু
পরবর্তী নিবন্ধডা. শাহাদাতের রিমান্ড আবেদন না মঞ্জুর