হাটহাজারীতে অনুমোদনহীন বেকারিতে অভিযান, ২ লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৬ অপরাহ্ণ

অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে সাধারণ মানুষকে দীর্ঘদিন যাবৎ ঠকিয়ে আসছিল হাটহাজারী উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবেই গড়ে উঠা কিছু বেকারি।

এসব অবৈধ বেকারিগুলোতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার সরকারহাট, পৌরসভার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান।

এ সময় ভোগ্যপণ্য আইনের বিভিন্ন ধারায় ভ্রাম্যমান আদালত সরকার হাট ঘোষ সুইটস ৩০হাজার, পৌরসদরস্থ আলাউদ্দিন বেকারিকে ৭৫ হাজার, খাজা বেকারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য করে আসছিল। মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে তিন বেকারিকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে সহায়তা করে র‍্যাব-৭ সিপিসি-২ হাটহাজারী ইউনিটের অধিনায়ক মেজর মেহেদি হাসান।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৯৮, মৃত্যু ৪ জনের
পরবর্তী নিবন্ধপাঁচ লাখ টাকা কাবিনে দাদির সঙ্গে নাতির বিয়ে!