হাটহাজারীতে অটোরিকশা চাপায় শিশু নিহত

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৭:৪৮ অপরাহ্ণ

হাটহাজারীতে অটোরিকশা চাপায় বিবি খাদিজা (৪) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালের দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু বিবি খাদিজা ওই ইউপির ০৬নং ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কন্যা। তাদের নিজ বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার আদর্শ গ্রামের নিঝুম দ্বীপে।

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ সোলাইমান হাজী বাড়ি নিজ বাসার পাশে রাস্তায় খেলা করার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিক্সা শিশু বিবি খাদিজা ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে পড়ে।

এতে তার মাথার উপর দিয়ে রিকশাটি চলে গেলে গুরুতর আহত হয় শিশুটি। এসময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য রাশেল অটোরিকশা চাপায় এক শিশু কন্যার মৃত্যুর বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী ‘জুনুনি’ র‍্যাবের হাতে গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাকর্মীসহ গ্রেফতার ৫৬