হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৫:০৮ অপরাহ্ণ

হাটহাজারীতে অটোরিকশার ধাক্কায় মো. হারুন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৪ মার্চ) হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বারের বাড়ির মৃত আবুল খায়েরের পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে মো. হারুন ওএমএস-এর চাউল নিয়ে বাড়ি ফেরার পথে উক্ত স্থানে পৌঁছলে হাটহাজারীমুখী একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধটেকনাফে সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র উদ্ধার