হাটহাজারীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ ।
বুধবার (১২ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালর দিকে উল্লেখিত স্থানে আনুমানিক ২৭/২৮ বছরের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরন করার প্রক্রিয়া চলছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বেলা এগারটার দিকে জানান, আমি বর্তমানে ঘটনাস্থলে আছি, এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।