হাটহাজারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:০২ পূর্বাহ্ণ

হাটহাজারী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলার উত্তর সীমান্তের নাজিরহাট নতুন ব্রিজ এলাকার পশ্চিম পাশে খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা দুইটার দিকে পথচারীরা উল্লেখিত স্থানে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনাস্থলে যাওয়া নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের উপ পরিদর্শক আনিসুর রহমান গনমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এওয়াকের অনুদান ও শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার ‘খুলে ফেলার’ প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল