হাটহাজারীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৩:২১ অপরাহ্ণ

হাটহাজারীতে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগরস্থ পশ্চিম সুজানগর এলাকার দরগা টিলা প্রকাশ পুরাতন কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মার নেতৃত্বে থানার উপ-পরিদর্শক মো. রফিক ও মোজাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী আল্লাউদ্দীন জানান, পৌরসভার দরগা টিলা এলাকায় সকাল ১০টার দিকে জ্বালানি কাঠ সংগ্রহের সময় তিনি মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

তবে এ প্রতিবেদন লেখার সময় মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধফৌজদারহাটে ঢাকাগামী পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধএক দিনে আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৩১০