হাটহাজারীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি লেপ তোষকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল সোমবার দুপুর ১ টার দিকে পৌরসভার মুরগীহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উল্লেখিত স্থানের একটি লেপ তোষকের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এবং পেছনের থাকা দোকানের গোডাউনে রক্ষিত মালামাল আগুনে পুড়ে ক্ষয় ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত দোকান আশেপাশের লোকজন জানায়, দোকান কর্মচারীদের অবহেলার কারনে এ ঘটনা ঘটেছে। তারা বলেন, প্রায় প্রতিবছরই উল্লেখিত স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপরও মানুষ সচেতন হয়না। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি। হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আবদুল মান্নান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে, দোকানের সাইন বোর্ডও পুড়ে গেছে। সব তথ্য পরে জানাবেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঝুট ব্যবসার আধিপত্য নিয়ে সাগারিকায় গার্মেন্টসে হামলা, ৪ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ডায়রিয়ায় সাংবাদিক কন্যার মৃত্যু