হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি সুপার শপ পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১১ আগস্ট) সকালে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান দৈনিক আজাদীকে অগ্নিকাণ্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ লাল মোহাম্মদ চৌধুরী পাড়ার নাঈম সুপার শপ নামক ব্যবসা প্রতিষ্ঠানটিতে হঠাৎ দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিলে দ্রুত আগুলের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিযন্ত্রণের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই দোকানের সমস্ত আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।











