হাটহাজারীর ছিপাতলীতে মমতা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি ও পিকেএসএফ এর সহযোগিতায় স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ঈদগাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি ছিপাতলী প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি ও হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ । এতে আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের হাটহাজারী উপজেলার সভাপতি চৌধুরী শাহাবুদ্দিন, মমতার সহকারী পরিচালক পার্থ সারথি বড়ুয়া ও প্রবীণ কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মমতার প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. জেসমুল হাসান ও অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানে প্রবীনদের জন্য হাড়িভাঙ্গা, চেয়ার খেলা, কবিতা আবৃতি, সংগীত, বক্তৃতা আয়োজন রাখা হয়।