হাটবাজার ও মার্কেটের দিকে নজর রাখার পরামর্শ

হাটহাজারী আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি  | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

 

 

 

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের পূর্বশর্ত। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন পুলিশের সাথে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাদের সহযোগিতা করতে হবে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে উপজেলার আওতাধীন হাটবাজার কিংবা মার্কেটে কেনাকাটায় ক্রেতারা যাতে নির্বিঘ্নে বাজার করতে পারে সেদিকে বেশি নজর দিতে হবে।

তিনি গত মঙ্গলবার হাটহাজারী উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. শাহিদুল আলম। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, ওসি রফিকুল ইসলাম, গোবিন্দ প্রসাদ মহাজন, দিদারুল আলম বাবুল, ডা. নাবিল ফারাবী, মোজাহিদুল ইসলাম, মো. মহিউদ্দিন, চেয়ারম্যান হারুন অর রশীদ, আবদুল খালেক, সালাউদ্দিন চৌধুরী, নূরুল আহসান লাভু, জায়নুল আবেদিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নিখোঁজের পরদিন শিশুর ভাসমান মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধনগরীর সৌন্দর্যবর্ধনে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান মেয়রের