হাটখোলা ফাউন্ডেশনের সেমিনার

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ও বইমেলা পর্ষদের আয়োজনে ও হাটখোলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব ও বইমেলার’ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ‘চট্টগ্রাম ছন্দে জীবনের ঝংকার’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সেমিনার হলে আয়োজিত সেমিনারে অধ্যাপক ড. শামসুদ্দিন শিশিরের উপস্থাপনায় সভাপতিত্ব করেন কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম। এ সময় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও লেখক ওমর কায়সার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবুল কাশেম বলেন, পৃথিবীতে যত ভাষা আছে তন্মধ্যে চট্টগ্রামের ভাষা ৮৮তম। আমরা আমাদের ভাষাকে ধরে রাখতে পারছি না। বেশী স্মার্ট হতে গিয়ে চট্টগ্রামের মানুষ আজকে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। আমাদের ভদ্র সমাজের বাচ্চারা এখন চট্টগ্রামের ভাষায় কথা বলতে চাইলে আমরা তাদেরকে বলি পচা কথা। আমরা নিজেরাই আমাদের ঐতিহ্যকে হারিয়ে ফেলছি। আমরা মূল থেকে দূরে সরে যাচ্ছি। চট্টগ্রামের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখার গুরুত্বের কথা জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি। আমাদের নতুন প্রজন্মকে এই সংস্কৃতি রক্ষার দায়িত্ব নিতে হবে অন্যথায় আমরা আমাদের এই সমৃদ্ধ চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি হারিয়ে ফেলব। চট্টগ্রামের ভাষায় প্রচুর নিজস্বতা আছে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামের ভাষা বাংলা ভাষার একটি অংশ। এ ভাষার সাথে বাংলা ভাষার কোন বিরোধ নেই। আর তাই সকলের উচিত নিজেদের সন্তানদের নিজেরদের মাতৃভাষায় প্রথম পড়ালেখা শুরু করানো। নিজেদের ভাষা সকলের কাছে পৌঁছে দিতে কাজ করা।

সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ প্রমুখ। দিনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় সন্ধ্যায়। এ আয়োজনে ছিলো কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও শ্রুতি নাটক পরিবেশন। এ সময় কবি কংকন দাশ ও এ.টি.এম সাইফুর রহমানসহ চট্টগ্রামের আবৃত্তি শিল্পীরা কবিতা আবৃত্তি করেন। খাগড়াছড়ির নৃত্যদল ‘টীম রেঙ’ এর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। পরে কলকাতার শিল্পী লেখক রতন কুমার ঘোষ ও মিতা ঘোষের শ্রুতি নাটক পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা সংগ্রামে চট্টগ্রামের অবদান ওঠে এসেছে সৈয়দ রফিকের গ্রন্থসমূহে
পরবর্তী নিবন্ধগভীর সাগরে ভাসমান ট্রলারে ১৫ জেলেকে জীবিত উদ্ধার